প্রকাশিত: Thu, Mar 7, 2024 9:49 AM আপডেট: Mon, Jan 26, 2026 2:20 AM
ফেসবুক ছাড়া আমাদের এক ঘণ্টাও চলে না
প্রভাষ আমিন: ১. মঙ্গলবার রাতটা হঠাৎ অমঙ্গলের শঙ্কা নিয়ে এসেছিল অনেকের জন্য। হঠাৎ যেন উৎকণ্ঠার তুফান আসে দেশজুড়ে। তুফানটা গোটা বিশ্বেরই। তবে বাংলাদেশে যেন তীব্রতা বেশি। টক শো নিয়ে ব্যস্ততা থাকায় আমি সে ঝড়-তুফান টেরই পাইনি। বাসা থেকে ছেলে প্রসূন ফোন করে বললো, বাবা তোমার ফেসবুকের কী অবস্থা? আমি তো শুনে অবাক। তবে খোঁজ নিয়ে জানলাম, ফেসবুক সার্ভার ডাউন। লগইন করা যাচ্ছে না। যারা লগইন ছিলেন তারাও অটো লগআউট হয়ে গেছেন।
২. প্রসূন ভেবেছিল তার ফেসবুক হ্যাক হয়েছে। দুবার পাসওয়ার্ড চেঞ্জ করেও ঢুকতে না পেরে প্রবল উৎকণ্ঠায় ছিল প্রসূন। শুধু প্রসূন নয়, মঙ্গলবার রাতে বাংলাদেশের লাখ লাখ মানুষ নিজেদের ফেসবুক একাউন্ট নিয়ে উৎকণ্ঠায় ছিলেন।
৩. উৎকণ্ঠাটা অবশ্য অমূলক নয়। ফেসবুক এখন আমাদের সবার প্রতিদিনকার ডায়রির মত। কত আনন্দ-বেদনার কাব্য লেখা থাকে ফেসবুকে। কত ছবি, কত গল্প, কত স্মৃতি। ফেসবুক হ্যাক হলে জীবন থেকে অনেককিছুই হারিয়ে যাবে। একসময় হুইল সাবানের বিজ্ঞাপনের স্লোগান ছিল, হুইল ছাড়া আমার একদিনও চলে না। এখন দশা হয়েছে, ফেসবুক ছাড়া আমার একদিনও চলে না।
৪. হ্যাক হলে অনেককিছু হারিয়ে যাবে, সে ভয় তো আছেই। আছে ইনবক্স ফাঁস হয়ে যাওয়ার ভয়। তাতে অনেকের মুখোশ উন্মোচিত হয়ে যেতে পারে। অনেক অন্ধকারে আলো পড়বে। ভয়টা কম নয়।
৫. ঘণ্টা দেড়েক পর ফেসবুক ফিরে এলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর তা নিয়ে সেই ফেসবুকেই নানান ক্যারিক্যাচার। একজন লিখলেন, মার্ক জাকারবাগ অফিস ফেলে আম্বানির ছেলের বিয়ে খেতে ভারত এসেছে বলেই এ অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরিন ফেসবুক ফিরে আসার পর ফেসবুকেই লিখলেন, ‘ফেসবুক যে নাই, এটা কোথায় বলবো,
বুঝতে পারছিলাম না’।
৬. অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছিলেন, ‘প্রথমে যখন ফেসবুকে ঢুকতে পারছিলাম না- ভেবেছিলাম হ্যাক হয়েছে। অনেক খারাপ লাগছিলো। যখন জানতে পারলাম সবারই একই অবস্থা, তখন বেশ ভালো লেগেছিলো। মনে মনে ভাবছিলাম, যাক সারা পৃথিবী থেকে একটা জঞ্জাল বিদায় হলো। এরপর যখন ফেসবুক ফিরে পেলাম, তখন মনে হলো, এই এক ঘণ্টার ফেসবুক হারানোর শোক অনেকের কাছে অতি প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে।’ চঞ্চল কিন্তু ভুল কিছু বলেননি। ফেসবুক আসলে এখন নেশার মত। চঞ্চল আরো লিখেছেন, ‘হায়রে ফেসবুক! কোন নেশায় আক্রান্ত পুরো দেশ, পুরো বিশ্ব। ধন্য তুমি জাকারবার্গ! ভদ্রলোক হয়তো সৎ উদ্দেশ্যেই জিনিসটা তৈরি করেছিলেন। কিন্তু কথা একটাই, ফেনসিডিল ছিলো কাশির সিরাপ, পরে সেটা হয়ে
গেলো নেশার দ্রব্য!’ আসলেই ফেসবুক এখন এক আসক্তির নাম, যাকে ছাড়া আমাদের একদিন কেন, এক ঘণ্টাও চলে না।
প্রভাষ আমিন: হেড অব নিউজ, এটিএন নিউজ
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট